বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১০:১৯ পূর্বাহ্ন
সরওয়ার কামাল,মহেশখালী সংবাদদাতাঃ
মহেশখালীতে মুক্তিযোদ্ধা ভবন উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। আজ বুধবার ২৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় মহেশখালী উপজেলার নবনির্মিত মুক্তিযোদ্ধা ভবন শুভ উদ্ধোধন করা হয়।
উদ্ভোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। মহেশখালী হবে বানিজ্যিক রাজধানী। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় সঠিক ইতিহাস তুলে ধরতে শিক্ষক, রাজনীতিক, অভিভাবক সহ সকলকে একযোগে কাজ করতে হবে। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী মনোনিত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে জয়জুক্ত করার আহবান জানান।
ভবন উদ্ধোধন শেষে উপজেলা প্রশাসন কতৃর্ক আয়োজিত এক সুধী সমাবেশ কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে ওলামালীগের সভাপতি আলহাজ্ব মৌলানা রওশন আলীর পবিত্র কোরআন তেলাওয়াত ও মাষ্টার ব্রজ গোপাল ঘোষের গীতা পাঠের মধ্যদিয়ে অনুষ্টটিত হয়।
উক্ত সুধি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, মহেশখালী -কুতুবদিয়ার মাননীয় সাংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান খানঁ বাহাদুর মোস্তাক আহামদ চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, মহেশখালী উপজেলা আওয়ামীলিগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ইব্রাহিম। ঢাকা এফবিসিসি আই এর ডিরেক্টর এলিনা জাহাঙ্গীর,স্বাগত বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলাম।
Leave a Reply