রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৪ অপরাহ্ন
সরওয়ার কামাল,মহেশখালী সংবাদদাতাঃ
মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্না পুকুর পাড়া এলাকায় ম্যাজিক গাড়ির চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম লাকি (৬) । ১০ সেপ্টেম্বর বিকাল ৪ টার দিকের হোয়ানকের পদ্না পুকুর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু লাকি হামিদুর রহমানপাড়া এলাকা মোঃ রফিকের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উন্নয়ন প্রকল্পে নিয়োজিত একটি গাড়িকে ওভারটেক করে বেপরোয়া গতিতে যাচ্ছে ম্যাজিক গাড়িটি । যাওয়ার পথে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়া শিশু লাকিকে চাপা দেয়। এতে মাথার মগজ ও পেটের নাড়ি-ভুড়ি বের হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা গাড়িটিকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে। খবর পেয়ে টাইমবাজার পুলিশ ফাঁড়ির পুলিশ গিয়ে চালক ও হেলপারকে আটক করে।
হোয়ানক টাইমবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বরত রোকন উদ্দীন জানান, ঘাতক গাড়ি চালক ও হেলপার কে আটক করা হয়। ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply