শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৮ অপরাহ্ন
সরওয়ার কামাল; মহেশখালী প্রতিনিধিঃ ২৪ আগস্ট
মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া গ্রামের একটি ফিশিংবোট ১৫ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে নিখোঁজ রয়েছে। মাছ ধরতে গিয়ে গত ৭ দিনেও ফিরেনি। মাঝিমাল্লার মধ্যে বোটের মালিক হাজী এরশাদুল্লাহ ও রয়েছে বলে জানা গেছে।
নিখোঁজদের স্বজনদের বরাতে স্থানীয়রা জানান, এফ,বি সুমন নামের ফিশিং বোটটি গত ১৭আগস্ট খুলনা মহিপুর নামকস্থান হতে সাগরে মৎস্য আহরণের করতে বাহির হলেও সম্প্রতি সময়ে সাগরের অবস্তা ভাল না থাকার পরেও বোটের মালিক হাজী এরশাদুল্লাহসহ (১৫)জন মাঝিমাল্লা নিয়ে বোটটি কোরবানীর দিন পর্যন্ত ঘাটে ফিরে না আসায় তাদের পরিবারে কান্না বিরাজ করছে।গত ১ বছরে খোন্দকার পাড়ার বেশ কয়েকটি ফিশিং ট্রলার সাগরে ডুবে বহু মাঝিমালা অকালে প্রান হারিয়েছে। তার পরেও হুশ হয়নি এসব মালিকদের। কি লিখা আছে জেলেদের ভাগ্যে।এঘটনার পর থেকে খোন্দকার পাড়ার জেলে পরিবারে চলছে কান্নার রোল।
Leave a Reply