সরওয়ার কামাল.মহেশখালী প্রতিনিধিঃ
ভরাট হয়ে যাওয়া মহেশখালীর কোহেলিয়া নদী খননের দাবীতে বিশাল মানববন্ধন করেছে স্থনীয়রা। ২৮ ই নভেম্বর বিকাল ৪ টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী শাখার সহযোগিতায় ও স্থানীয় জেলেদের আয়োজনে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট এলাকায় কোহেলিয়া নদীর পাড় সংলগ্ন এলাকায় মানববন্ধনটি করেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী শাখার আহবায়ক মোছাদ্দেক ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে- কক্সবাজার জেলা পরিষদের সদস্য মশরফা জান্নাত । স্বাগত বক্তব্য রাখেন আলহাজ্ব ডাঃ ইয়াকুব আলী , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন (বাপা) মহেশখালী শাখার সিনিয়র সদস্য মাষ্টার মোঃ নুরুন্নবী, ডাঃ নুর কাসেম প্রমূখ ।
বক্তারা আরো বলেন , মাতারবাড়ী নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ প্রকল্পের বর্জ্য নদীতে ফেলার নিয়ম না থাকলেও কোল-পাওয়ার কর্তৃপক্ষ কোন ধরনের নিয়মনীতি না মেনে সরাসরি কোহেলিয়া নদীতে প্রকল্পের বর্জ্য কিংবা পলিমাটি ফেলে বর্তমানে এই গুরুত্বপূর্ণ নদীটি ভরাট করে ফেলায় একদিকে যেমন নৌ-যান চলাচলে বিঘ্ন ঘটছে , অন্যদিকে এই নদীর উপর নির্ভরশীল কয়েক’শ জেলে এই নদী থেকে উচ্ছেদ হয়ে বেকারত্ব জীবন যাপন করছেন ।
মানববন্ধন অনুষ্ঠানের প্রধান অতিথি মশরফা জান্নাত বলেন , মহেশখালীর কোহেলিয়া নদী ভরাট হয়ে নাব্যতা হারানোর ফলে আগের মত মাছ মিলছে না স্থানীয় মৎস্যজীবিদের জালে। আমরা চাই ভরাট হওয়া নদীটি খনন করে আগের মত নাব্যতা ফিরে আসে। বর্তমান সরকারের উন্নয়নের অংশ হিসেবে আজকে সারা বাংলাদেশে যারা অবৈধ ভাবে নদী দখল করে আছে এবং নদীর পানি বাঁধা সৃষ্টি কারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সে সমস্ত নদী গুলো পুন-রুদ্ধার করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
তিনি আরো বলেন , তারই ধারাবাহীকতায় আমরা আজকে মহেশখালীর এই গুরুত্বপূর্ণ নদীটি খনন ও পুন-রুদ্ধারের দাবী নিয়ে মানববন্ধনের মাধ্যমে নদীটি আগের মত বিভিন্ন নৌ-যান চলাচলের উপযোগী করে স্থানীয় জেলেদের কর্ম ফিরিয়ে দেওয়ার আহবান জানান।
Leave a Reply