রবিবার, ২৬ Jun ২০২২, ০২:৫৪ পূর্বাহ্ন
সরওয়ার কামাল মহেশখালী,সংবাদদাতাঃ
বড় মহেশখালী আইল্যান্ড হাইস্কুলের শিক্ষিকার বাড়িতে সন্ত্রাসীদের হামলা।
থানার অভিযোগ সুত্রে জানাগেছে, ১২ সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে পশ্চিম জাগিরাঘোনা এলাকার বাসিন্দা মো. আনছারের নেতৃত্বে একদল সন্ত্রাসী দা, কিরিচ, ও অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে পরিকল্পিত ভাবে একই এলাকার বাসিন্দা প্রবীন শিক্ষক মৃত: মোস্তাক আহমদের বড় কণ্যা মহেশখালী আইল্যান্ড হাইস্কুলের শিক্ষিকা রাহমাতুন্নেছা পারুল (মাষ্টার মোস্তাক আহমদের) এর বাড়ির দরজা, জানালা ভেঙ্গে অবৈধভাবে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল সেট, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় বাধাঁ দেওয়ার চেষ্ঠা করায় শিক্ষিকা রাহমাতুন্নেছার স্বর্ণের গলার চেইন, হাতের আংটি ও মোবাইল সেট নিয়ে যায়। অন্যরা সাহায্যে জন্য এগিয়ে এলে কয়েকজনকে অস্ত্রের বার্টের দিয়ে আঘাট করে।
হামলার বিষয়টি আহত রাহমাতুন্নেছা স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি , ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এলাকার মেম্বার ও গন্যমান্য ব্যক্তিদের কে অবহিত করেছে। এবং হামলাকারী ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ।
এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান,হামলা কারীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply