সরওয়ার কামাল. মহেশখালী প্রতিনিধিঃ
মহেশখালী উপজেলার গোরকঘাটা বাজারের পশ্চিম পাশে ছালামত উল্লাহ কল্লোনি ভাড়াটিয়া বাসায় শনিবার ২৩ নভেম্বর দিবাগত রাত আনুমানিক আড়াইটার সময় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আসবাপত্র সহ বিভিন্ন জিনিস মিলে প্রায় ১০ লক্ষাধিক পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভারাটিয়া সূত্রে জানা গেছে।
মহেশখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সনজিত কুমার চক্রবর্ত্তী জানান, আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতার সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে এনেছি, এরপরেও আগুনের লেলিহান বড় হওয়ায় পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত মালিক ও ভাড়াটিয়া সর্বশান্ত হয়ে গেছে তাই প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দদের সার্বিক সহযোগীয় এগিয়ে আসা প্রয়োজন।
Leave a Reply