শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৬:২৪ অপরাহ্ন
সরওয়ার কামাল, মহেশখালী সংবাদদাতাঃ
উপজেলা পর্যায়ে স্থানীয় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান সমুহকে নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিষয়ে অবহিত করণ’ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ১৯ নভেম্বর সকাল ১০টায় সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ গ্রাম আদালত মহেশখালী উপজেলা সমন্বয়কারী আব্দুল কাদেরের সার্বিক তত্বাবধানে ও ছোট মহেশখালী গ্রাম আদালত সহকারী আব্দুল করিমের পরিচালনায় সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।
এসময় অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) হাসান মারুফ। প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ প্রকল্প-২, কক্সবাজার ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর আখ্যইমং মারমা (এ.মং), বিশেষ অতিথি ছিলেন, মহেশখালী থানার তদন্ত ওসি এ.কে.এম শফিকুল ইসলাম চৌধুরী, সমবায় কর্মকর্তা গোলাম মাসুদ কুতুবী, কৃষি কর্মকর্তা শামসুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা নীরেন্দ্র পাল, নারী উন্নয়ন কর্মকর্তা উম্মে সুরাইয়া আমীন।
আরো উপষ্ঠিত ছিলেন, রিক এনজি মোহাম্মদ রাশেদ, সুব্রত দত্ত, সাগর শর্মা শাখা ব্যবস্থাপক মুক্তি কক্সবাজার, ব্যুরো বাংলাদেশ ম্যানেজার, সিনিয়র সাংবাদিক এম রমজান আলী সহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।
অপরদিকে দুপুর ১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার জামিরুল ইসলামের সভাপতিত্বে ভোক্তা অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে জামিরুল ইসলাম বলেন, যারা ভোক্তা অধিকার আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধিনে দ্রুতভাবে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply