বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৪৭ পূর্বাহ্ন
সরওয়ার কামাল, মহেশখালী সংবাদদাতাঃ
মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে, তিতামাঝির পাড়া এলাকায় বিদ্যুতের তাঁরে স্পৃষ্ট হয়ে এক শিশু মৃত্যু বরণ করেছে। শিশুটির নাম প্রিয়া মণি (৯)। প্রিয়া মনি তিতামাঝি পাড়া গ্রামের কুতুব উদ্দিনের কন্যা। আজ সোমবার বেলা ২ টার দিকে তিতা মাঝির পাড়ার ছিদ্দীক আহমদ সওদাগরের বসত বাড়ী ঘেঁষে পল্লীবিদ্যুতের খুটির তাঁরে জড়িয়ে পরে।
এলাকাবাসীর সূত্রে জানাগেছে, ছিদ্দিক আহমদ সওদাগরের বাড়ীর পাশে পল্লী বিদ্যুতের খুটিটি নডবড়ে অবস্থায় হেলে রয়েছে বাড়ীর ছাদের সাথে। ছাদের উপরে ছোট ছোট শিশুরা খেলার সময় প্রায়ইসয় দূর্ঘটনা হতে দেখা গেছে। এ ব্যাপারে এলাকাবাসী অনেক বার পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট দপ্তরে খুটি সরিয়ে ফেলার জন্য বারবার অবহিত করলে ও পল্লী বিদ্যুতের লোকজন খুঁটিটি না সরানোর কারনে আজ বড় ধরনের দূর্ঘটনা হয়ে প্রিয়া মণি নামে শিশুটি নিহত হল।
মাতারবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার জাকের হোসেন বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রিয়া মণির শরীরের নিচের অংশ প্রায় জ্বলে যায়। আহত শিশুটিকে তার আত্মীয়-স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বদরখালী পর্যন্ত পৌছলে সেখানে প্রিয়া মনি মৃত্যুবরণ করে।
Leave a Reply