সরওয়ার কামাল,মহেশখালী সংবাদদাতাঃ
মহেশখালী উপজেলার পৌরসভাস্থ দক্ষিন রাখাইন পাড়ায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে ৭ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে ,এতে ৫০ লাখ টাকার পরিমাণ মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে ।
৮ ই ফেব্রুয়ারী সকাল ১০ টায় দিকে হঠাৎ করে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। মহেশখালীর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনতার সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনায় পুরো এলাকা আগুনের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়েছে।
আব্দু রহিম বাদশা জানান, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যাই, এলাকাবাসিঁ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে এরপরেও ৭টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, তাই ক্ষতিগ্রস্থদের প্রশাসনিক, রাজনৈতিক ও স্থানীয় বিত্তশালীদের সহযোগীতার হাত বাড়ানো নিতান্তই প্রয়োজন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলাম জানান, খুবই দুঃখজনক, প্রশাসনিকভাবে সাধ্যমত সহযোগীতা করা হবে।
Leave a Reply