সরওয়ার কামাল,মহেশখালীঃ
মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের সাতঘর পাড়া এলাকায় মহেলখালী পুলিশ অভিযান চালিয়ে আবুল কালাম (২৮) কে আটক করেছে পুলিশ। এসময় দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
মহেশখালী থানা সূত্রে জানা যায়, মহেশখালী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে, এসআই মাহামুদুল হক এএসআই জুয়েল দে নেতৃত্বে পুলিশের একটি ইউনিট মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের সাতঘর পাড়ায় অভিযান চালায়। এসময়,পুলিশের উপস্থিতি টের পেয়ে অনন্য অস্ত্রধারীরা পালিয়ে গেলেও সাতঘরপাড়াস্থ মৃত পেচা ফকিরের ফকির ভিটার মাজার এলাকায় তাকে আটক করা হয়।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসময় তার কাজ থেকে ১টি দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হচ্ছে।
Leave a Reply