রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:২০ অপরাহ্ন
সরওয়ার কামাল, মহেশখালী প্রতিনিধিঃ
মহেশখালীতে সমুদ্র উপকূলের ভৌগলিক তথ্যব্যবস্থা এবং সমুদ্রে মাছের বিচরণক্ষেত্র সনাক্তকরণ পদ্ধতি স্থাপন প্রকল্পের অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন-, যুগ্ম মহাসচিব ও স্পারসো সদস্য মোঃ জাফর উল্লাহ খান, বিশেষ অতিথি ছিলেন, স্পারসো সদস্য আ.জ.ম জাহেদুল ইসলাম, উপজেলা শিক্ষা শিক্ষা অফিসার আবু নোমান মোঃ আবদুল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহামুদুল হাসান আকন্দ। এছাড়া সরকারি কর্মকর্তা ও মৎস্য শিকারীগণ উপস্থিত ছিলেন।
মহেশখালী সমুদ্র বাংলাদেশে একটি গুরুক্তপুর্ণ একটি মাছের বিচরণক্ষেত্র। এখানে বিভিন্ন প্রকার মাছের বসবাস। সনাক্তকরণ পদ্ধতি স্থাপনে এখানকার মাছের নতুন কিছু তথ্য পাওয়া সাহায্য করবে বলে অংশীজন সভায় বক্তার বলেন।
Leave a Reply