শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৩২ অপরাহ্ন
সরওয়ার কামাল মহেশখালী সংবাদদাতাঃ
মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা-সোনাদিয়ার সংযোগ সড়কের পাশে প্যারাবনে র্যাবের সাথে বন্ধুকযুদ্ধে কুতুবদিয়া উপজেলার মধ্যম করলা পাড়া গ্রামের লেদু মিয়ার ছেলে জলদস্যু আবুল হাসান মানিক (২৫) নিহত হয়েছে।
আজ ১৯ নভেম্বর ভোর সাড়ে ৫ টার সময় জলদস্যুরা দস্যুতার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে র্যাব -৭ ওই এলাকায় অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছুড়লে র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে জলদস্যুরা পালিয়ে গেলে মানিক ঘটনাস্থলে গুলি লেগে আহত অবস্থায় পড়ে যায়। উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার মানিককে মৃত ঘোষণা করেন।
এসময় ঘটনাস্থল থেকে ২টি লম্বা বন্দুক, ৮ রাউন্ড গুলি, ৬টি গুলির খোসা উদ্ধার করে র্যাব। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নিহত দস্যু মানিকের লাশ মহেশখালী থানায় হস্তান্তর করা হয়। মহেশখালী থানার এসআই পংকজ লাশের সুরতহাল রির্পোট তৈরি শেষে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের কমান্ডার মেহেদি হাসান জানান, সমুদ্র নিরাপদ রাখতে জলদস্যুদের বিরুদ্ধে চিরুনি অভিযান চলমান রয়েছে। আর যারা বিপদগামী হয়েছে তাদের কে স্বাভাবিক জীবনে ফিরে না আসলে কঠোর হস্তে দমন করা হবে।
Leave a Reply