শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৪১ পূর্বাহ্ন
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ হতে শহরের মাঝেরবস্তী মহিলা কল্যাণ সমিতিকে ১০০টি প্লাষ্টিক চেয়ার প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ হতে পরিষদের সদস্য মনোয়ারা আক্তার জাহান সমিতির নের্তৃবৃন্দদের হাতে এ চেয়ারগুলো তুলে দেন।
বিতরণকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মনোয়ারা আক্তার জাহান বলেন, সরকারের পাশাপাশি মাঝেরবস্তী মহিলা কল্যাণ সমিতি সমাজের পিছিয়ে পরা জনমানুষের কল্যানে কাজ যাচ্ছে এটি অবশ্যাই প্রসংশনীয়। আতœকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে মানবতা ও সহানুভুতি। এই সংগঠনের ন্যয় অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনদের সমাজের দু:স্থদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিতরণী অনুষ্ঠানে মাঝেরবস্তী মহিলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক লাকী চৌধুরী, কোষাধ্যক্ষ কৃষ্ণা দাশ, সদস্য বীনা দাশ, সদস্য রিনা দাশ, সদস্য শিল্পী দাশ, সদস্য নূপুর দাশসহ সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রমের মধ্য দিয়ে ১৯৯৪ সাল থেকে মাঝেরবস্তী মহিলা কল্যাণ সমিতি এ স্বেচ্ছসেবী সংগঠনটি তাদের যাত্রা শুরু করে। পরবর্তিতে ঋণ প্রদান, সেলাই প্রশিক্ষণ, হাঁস-মুরগী ও গবাদী পশু পালন, মুড়ি ভাজা, ইপিআই কার্যক্রমে অংশগ্রহন, দুঃস্থ-গরীব মানুষদের সাহায্য প্রদান, বিভিন্ন সরকারী দিবসে অংশগ্রহণসহ নানাবিধ সামাজিক কাজে তাদের সক্রিয় অংশগ্রহন প্রশংসার দাবী রাখে সংগঠনটি। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ৫৯জন।
সমাজের বিত্তবানদের নিকট মাঝেরবস্তী মহিলা কল্যাণ সমিতির নের্তৃবৃন্দদের উদাত্ত আহ্বান, তাদের পাশে থেকে সহযোগীতার হাতকে আরো প্রসারিত করার জন্য।
Leave a Reply