বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১০:৩১ পূর্বাহ্ন
মাইনউদ্দিন; বিশেষ প্রতিনিধি (খাগড়াছড়ি)ঃ
খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাটিরাঙ্গা উপজেলায় স্কুল ছাত্রদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন খোন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাসিন বিল্লাহ, জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা। এ প্রতিযোগিতায় ২ টি স্কুলের ছাত্ররা অংশ গ্রহন করে।
১৭ -৮ পয়েন্ট এ মাটিরাঙ্গা স্কুল হেদাছড়া স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। ক্রীড়া শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন আবুল হোসেন।
Leave a Reply