শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৫০ পূর্বাহ্ন
মংছিংপ্রূ, লামা প্রতিনিধিঃ
প্রতি বর্ষা মৌসুম আসলে লামায় মাতামুহুরী নদীর পার ভেঙ্গে রাস্তাসহ ও মানুষের ঘর-বাড়ি বিলীন হয়ে যাচ্ছে। নদীর পার ভাঙ্গতে, ভাঙ্গতে নদীর গর্ভে বিলিন হচ্ছে মানুষের বসতভিটা। এ সমস্য সমাধান করতে ২৮ শে জুলাই শনিবার সকালে লামা মাতামুহুরী বিভিন্ন পয়েন্টে নদীর পার ভাঙ্গন এলাকার পরিদর্শন করেন বান্দরবান পানি উন্নয়ন বোর্ড এ নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান।
লামা পৌর কর্তৃপক্ষ অনুরোধে পৌর মেয়র মো. জহিরুল ইসলাম নেতৃত্বে পৌর এলাকার শিলেরতুয়া মার্মা পাড়া, সাবেক বিলছড়ি মুসলিমপাড়া, লামা বাজার ও নয়া পাড়া অংশ বিশেষ এ পরিদর্শন করা হয়।
এসময় পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলীর নদীর পার ভাঙ্গন দ্রুত সংস্কার ও সি সি ব্লক দ্বারা রক্ষণাবেক্ষন করার আশ্বাস প্রদান করেন এলাকাবাসীকে।
শিলেরতুয়া মার্মা পাড়া মংপ্রু মার্মা বলেন, প্রতি বর্ষায় মৌসুমে নদীর পার ২-৩ ফুট ভেঙ্গে রাস্তা সহ মানুষের ঘর-বাড়ি বিলীন হয়ে পড়েছে। ঘরে ভিটা ছাড়া অন্যত্র জায়গা না থাকায় প্রাণের ঝুঁকি নিয়ে তাদের বসবাস করতে হয়।
পরিদর্শনে সময় উপস্থিত ছিলেন, লামা পৌর মেয়র মো জহিরুল ইসলাম, পরিদর্শনে সফর সঙ্গী কক্সবাজার জেলার পানি উন্নয়ন বোর্ড থেকে মিজানুল হক, হুমায়ুন কবির, লামা পৌরসভা সংশ্লিষ্ট কাউন্সিলরবৃন্দ ও হেডম্যান-কার্বারীসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।
Leave a Reply