সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৯:৫৪ অপরাহ্ন
সরওয়ার কামাল, মহেশখালী সংবাদদাতাঃ
মহেশখালী উপজেলার মাতারবাড়িতে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের মুল লাইনের তারে সংযুক্ত হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার ১৭ অক্টোবর বিকাল সাড়ে ৩টার দিকে মাতারবাড়ি ইউনিয়নের রাজঘাটবিলাড়ায় এই ঘটনা ঘটে । নিহতরা হলেন- কালারমারছড়া ইউনিয়নের সোনারপাড়ার মৃত আবুল কাশেমের পুত্র মোস্তাক আহমদ (২৫) ও একই এলাকার নূরুল ইসলামের পুত্র মোঃ কাউছার। সত্যতা নিশ্চিত করেছেন মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল হক।
প্রত্যদক্ষর্শীর বরাদ দিয়ে এসআই আমিনুল হক জানান, কালারমারছড়ার সোনারপাড়র একটি নলকূপ বসানোর মিস্ত্রিদল মাতারবাড়ি রাজঘাট বিলপাড়ার আবুল বশরের বাড়িতে একটি গভীর নলকূপ বসানোর কাজ করছিলেন। এক পর্যায়ে লোহার পাইপ মাটিতে পুঁততে গিয়ে উপরে তোলা হলে তা পল্লীবিদ্যুতের মুল লাইনের তারে স্পর্শ হয়। এতে দুই শ্রমিক বিদ্যুতায়িত হয়ে যায়। তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনা আরো দু’জন আহত হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply