শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০১:৩২ অপরাহ্ন
সরওয়ার কামাল, মহেশখালী প্রতিনিধিঃ
মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে যাওয়ার একমাত্র রাস্তা সিএনজি স্টেশনের পর লাইল্ল্যাঘোনা সড়কের বেহাল দশা-দেখার কেউ নেই। প্রতিদিন সাধারণ মানুষের পাশাপাশি স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীরা এই সড়ক দিয়ে যাতায়ত করে। যাতায়তের কষ্টের কারণে স্কুল,মাদ্রাসায় যেতে অনিহা প্রকাশ করছে সাধারণ শিক্ষার্থীরা এমনটা অভিযোগ অভিবাকদের।
এলাকাবাসীরা জানান, বর্ষাকালে বৃষ্টি হলে এক হাঁটু কাঁদা জমে। তখন যানবাহন দূরের কথা, হেঁটে চলাচলও বিপজ্জনক হয়ে পড়ে। আশেপাশের সব রাস্তা পাকা হলেও এই রাস্তাটি পাকা করার কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। নির্বাচন এলে রাজনৈতিক নেতারা রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও পরে আর পাকা করা হয়না।
স্থানীয় ইউপি মেম্বার জাহেদ বলেন, এই সড়কটি ঝুকিপূর্ণ যেকোন সময় দূর্ঘটনা হতে পারে। তবে এই সড়কটির সংস্কারের পরিকল্পনা রয়েছে। যদি সড়কটি সংস্কার করা হয়,স্বস্তি মিলবে জনগনের ,ভোগান্তি থেকে মুক্তি পাবে শিক্ষার্থীরা।
এইব্যাপারে মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়াম্যানের মুঠো ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Leave a Reply