শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৫৪ পূর্বাহ্ন
রিমন পালিত; ষ্টাফ রির্পোটারঃ
মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালীতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেনীর পেশার জনসাধারণ অংশ নেয় ।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বান্দরবান মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো:আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো:আসলাম হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকতা মো: বেলাল হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মীতা খীসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন মাদক একটি জীবনকে ধ্বংস করে না ,মাদক ধ্বংস করে একটি পরিবারকে। তাই মাদকের হাত থেকে সকলকে মুক্তি পেতে সচেতন হতে হবে । আলোচনা শেষে মাদক দ্রব্যে নিয়ন্ত্রনের বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয় ।
Leave a Reply