রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৪ অপরাহ্ন
আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক মানককন্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরীর মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক বৃন্ধরা।
মঙ্গলবার বিকাল ৪টার সময় প্রেসক্লাবের অস্থায়ী কার্যলয়ে এক জরুরী সভায় সাংবাদিক নেতৃবৃন্ধরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের আত্বার মাগফিরাত কামনা করেন।
প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় উপস্থিত থেকে মরহুমের প্রতি শোক প্রকাশ করেন যথাক্রমে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদ্দীন খালেদ, সিনিয়র সহ- সভাপতি আবদুল হামিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, তথ্য যোগাযোগ ও গবেষণা সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন টুক্কু, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক আব্দুর রশিদ, সহ ক্রীড়্া সম্পাদক মোঃ শাহীন, সদস্য মোঃ ইউনুছ, মাহামুদুল হক বাহাদুর, মোঃ তৈয়ব উল্লাহ প্রমুখ।
Leave a Reply