বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৯:১৬ পূর্বাহ্ন
রাঙামাটি প্রতিনিধি
আদিবাসী মারমাদের সাংগ্রাই অনুষ্ঠানের জল উৎসব শুরু হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় রাঙামাটির কাপ্তাই চিং¤্রং বৌদ্ধবিহার মাঠে এ উৎসব শুরু হয়।
জল উৎসবে মারমা তরুণ-তরুণীরা অংশ নেন। এ অনুষ্ঠান দেখতে মারমা জনগেষ্ঠী ছাড়াও পাহাড়ে বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠীর লোকজন চিংম্রংয়ে ভিড় করে।
মারমা বর্ষপঞ্জি অনুযায়ী বছর শেষের দুই দিন আগে বৌদ্ধমূর্তিগুলো পানি দিয়ে গোসল করানো হয়। তাদের বিশ্বাস, এই বুদ্ধমূর্তি ধোয়া পানির সংস্পর্শে এসে সব পানি মঙ্গলসূত্রের পানির মতো পবিত্র হয়। এই পানি দিয়ে খেলায় মেঠে ওঠে মারমারা।
আগামী বুধবার (১৮ এপ্রিল) রাঙামাটি শহরের আসামবস্তির নারিকেল বাগানে বসবে কেন্দ্রীয় জল উৎসব। এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এবারের উৎসবের।
সমাপনী দিনের অনুষ্ঠানে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
Leave a Reply