রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৪ অপরাহ্ন
অংগ্য মারমা; খাগড়াছড়ি প্রতিনিধিঃ
“নিজস্ব ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসকে সমুন্নত রাখতে সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক আন্দোলনকে জোরদার করুন” প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়িতে শনিবার সকালে বাংলাদেশ মারামা সুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) খাগড়াছড়ি জেলা কমিটি আয়োজনে কলেজের মারমা শিক্ষার্থীর নবীনবরণ, পাঠ্যবই বিতরণ, আলোচনা সভা ও ১৭তম জেলা এবং ১৩তম কলেজ কাউন্সিল উপলক্ষে পানখাইয়া পাড়া মারমা সংসদ কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়কে গুরুন্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মারমা কমিউনিটি সেন্টার পানখাইয়াপাড়ায় আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
আলোচনা সভায় বাংলাদেশ মারামা সুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) খাগড়াছড়ি জেলা কমিটি সাধারণ সম্পাদক ক্যপ্রু মারমা সঞ্চালনায় মংচিংহ্লা মারমা সভাপতিত্বে বক্তব্য রাখেন, অনুষ্ঠানে উদ্বোধক প্রাক্তন খাগড়াছড়ি কেন্দ্রীয় কমিটি সভাপতি মারমা উন্নয়ন সংসদ ও সাবেক পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোয়াই অং মারমা, বিশেষ আলোচক খাগড়াছড়ি কেন্দ্রীয় কমিটি মারমা উন্নয়ন সংসদ সাবেক সভাপতি স্যুইচিংঅং মারমা, খাগড়াছড়ি কেন্দ্রীয় কমিটি সভাপতি মারমা উন্নয়ন সংসদ সভাপতি মংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ জনযোগাযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী, সাবেক বিএমএসসি ও সংগঠক ও পানছড়ি সরকারি করেজে প্রভাষক পাইম্রাসং মারমা, বাংলাদেশ মারমা সুডেন্টস কাউন্সিল কেন্দ্রীয় কমিটি সভাপতি নিঅং মারমা বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বক্তব্য বলেন বাংলাদেশ মারমা সুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) সংগঠনে মাধ্যমে আধুনিক পদ্ধতিতে তিন পার্বত্য জেলার মারমা সমাজকে পরিবর্তন করতে হবে। মারমা সমাজকে পরিবর্তন করতে (বিএমএসসি) সংগঠনে কমিটি সদস্যদের ভূমিকা রাখার আহবান করেন। একটি মারমা গ্রামকে বাছাই করে উন্নয়নে পদক্ষেপ গ্রহন করে সেখানে মানুষের মৌলিক চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, উন্নয়ন করে মডেল গ্রাম হিসেবে গড়ে তোলতে হবে। যাতে মডেল গ্রাম দেখে অন্যান্য গ্রামগুলো শিক্ষা নিতে পারে।
অনুষ্ঠানে মারমা সম্প্রদায় শিক্ষার্থীকে ১০০ সেট, ত্রিপুরা শিক্ষার্র্থীর ১০০ সেট, হিন্দু শিক্ষার্থীর ১০০ সেট বই মোট ৩০০সেট গরীব মেধাবী শিক্ষার্থীদের পাঠ্যবই বিতরন করেন প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ।
পরে পুরাতন কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি ঘোষনা করা হয় । নতুন কমিটিতে বাংলাদেশ মারমা সুডেন্টস কাউন্সিল কলেজ শাখা সভাপতি নিঅং মারমা, সাধারণ সম্পাদক উজাই মারমা, জেলার কমিটিতে ক্যপ্রু সাই মারমা, সভাপতি ও সাধারণ সম্পাদক নিঅংগ্য মারমা।
ঊল্লেখ্য যে, ১৯৮৯ সালের ৩১ শে অক্টোম্বর বাংলাদেশ মারমা সুডেন্টস কাউন্সিল’র(বিএমএসসি) সংগঠন প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনে প্রতিষ্ঠিত করতে নেতৃত্ব দেন বর্তমানে কর্মরত বেসকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিল নির্বাহী পরিচালক মংথোয়াইচিং মারমাকে সভাপতি ও মানিকছড়ি গিরিমৈত্রী কলেজ প্রভাষক।
Leave a Reply