শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০২:৫৭ পূর্বাহ্ন
রাঙ্গামাটি সংবাদদাতাঃ
কভিড -১৯ এর কারনে সৃষ্ট দূর্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের রাঙ্গামাটির বালুখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকায় মুসাশি বাংলাদেশ জাপান লি: এর উদ্যোগে এবং সার্বিকভাবে সহযোগিতা করেছে বালুখালী ইউনিয়ন যুবলীগ।
দেশের বর্তমান পরিস্থিতির ক্রান্তিলগ্নে এলাকার দরিদ্র অসহায় ও কর্মহীন মানুষদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ১৮০ পরিবারের মাঝে ত্রাণ- সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
মঙ্গলবার (০৫ মে) সকালে বালুখালী ইউনিয়নের ইউপি কার্যালয়ের মুসাশি বাংলাদেশ জাপান লি: এর উদ্যোগে এবং সার্বিকভাবে সহযোগিতা করেছে বালুখালী ইউনিয়নে যুবলীগের সহ- সভাপতি অমর কুমার চাকমা। এই আর্থিক সহায়তা দিয়েছেন ঢাকা থেকে মুসাশি বাংলাদেশ জাপান লি: এর ম্যানেজার অমর বিকাশ চাকমা। এসময় ৭নং, ৮ নং ও ৯ নং ওর্য়াডের ১৮০ টি পরিবারের মাঝে এ খাদ্য- সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল ৮ কেজি চাল, আলু ১ কেজি ৫০০ গ্রাম, লবন ১ কেজি, সিদোল(নাপ্পি) ৩৫০ গ্রাম, পেঁয়াজ ৫০০ গ্রাম, আধা লিটার তেল, বিস্কিুট ১ প্যাকেট ও ১ টি করে সাবান বিতরণ করা হয়।
খাদ্য-সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় বর্তমান বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো থেকে শুরু করে গোটা বিশ্বের সব রাষ্ট্রগুলোই ব্যর্থ। এই মহামারি করোনাভাইরাস থেকে আমাদের প্রিয় মাতৃভূমি ও রক্ষা পায়নি। আমরা আহবান জানাবো সচ্ছল বিত্তবানদের প্রতি আপনারা মানবিক দিক বিবেচনায় এসব দুর্গম পাহাড়ী এলাকার গরিব অসহায় মানুষদের প্রতি এগিয়ে আসুন।
Leave a Reply