বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৮:৪০ অপরাহ্ন
এহসানুল হোসেন তাইফুর, কেশবপুর (যশোর) সংবাদদাতাঃ
যশোরের কেশবপুরে বিরল প্রজাতি কালোমুখো হনুমানের বিভিন্ন খাদ্য খাওয়ালেন খেলাঘর আসরের বন্ধুরা।
সোমবার উপজেলার মধ্যকুল ও রামচন্দ্রপুর এলাকায় বিচরণ করা ভবঘুরে হনুমানের মাঝে উপজেলা খেলাঘরের উদ্যোগে কলা, বাদাম, পাউরুটি ও শসা খেতে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, খেলাঘর জাতীয় পরিষদের সদস্য ও উপজেলা খেলাঘর আসরের আহ্বায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব সৈয়দ আকমল আলী, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, রমেশ দত্ত, তাপস মজুমদার, আবদুল্লাহ-আল-ফুয়াদ, শেখ সাইফুল্লাহ্, আমিনুর রহমান বুলবুল প্রমুখ।
উপজেলা খেলাঘর আসরের সদস্য সচিব সৈয়দ আকমল আলী বলেন, এ ভাবে হনুমানের পাশাপাশি বিড়াল, কুকুর ও পাখীর জন্য পর্যায়ক্রমে খেলাঘরের বন্ধুদের পক্ষ থেকে খাদ্য দেওয়া অব্যাহত থাকবে।
Leave a Reply