সোমবার, ২০ মার্চ ২০২৩, ১১:০১ অপরাহ্ন
র্যামবো ত্রিপুরা. থানচি প্রতিনিধিঃ
সারা পৃথিবীতে পালন করা হচ্ছে খ্রীষ্ট ধর্মালম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। বান্দরবান জেলায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন খ্রীষ্ট মন্ডলীর বিভিন্ন পাড়া গুলোতে উৎসবটি পালন করা হয়েছে। এই জেলায় ত্রিপুরা, বম, খুমী, খিয়াং, লুসাই, মারমা ও বাঙালীর লোকজন যীশু খ্রীষ্ট শুভ জম্মদিন উৎসব বড়দিন পালন করেছেন। উৎসবের পাড়া গুলোতে র্গীজায় ধর্মীয় প্রার্থনা ছাড়াও নানান সামাজিক অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে।
উৎসবকে কেন্দ্র করে ঘরের মহিলারা বিন্নি চালের নানান ধরনের পিঠা তৈরী করে থাকে। বাড়ীর চারি পার্শ্বে পরিষ্কার পরিছন্ন করে রাখে সবাই। ঘর পাহাড়ী জুমের গাঁন্দা ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়। পাড়ার পানি ঘাটের পথ ও বাজারে যাওয়ার পথ গুলো পরিষ্কার করে ফেলে বছরের এই সময়ে। তারপর ২৪ তারিখ রাত ১২ টা সময় সকলেই প্রার্থনা সভায় মিলিত হয়। আবার কোন কোন পাড়ায় সন্ধ্যা বেলাতেও প্রার্থনা সভা আয়োজন করে থাকে। যুবরা সারা রাত ধরে ঘরে ঘরে গিয়ে কীর্তন গান গেয়ে নেচে আনন্দ করে বেড়ায়। সকালে মানব জাতির পাপের মুক্তি দাতা যীশু খ্রীষ্ট জম্ম গ্রহন কে স্মরণ করে প্রার্থনা সভা করা হয়। দুপুরে প্রীতি ভোজের আয়োজন করা থাকত। সারা দিন নানান ভাবে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের ব্যস্ত সময় কাটায় সকল বয়সের নারী পুরুষ। বড়দিন কে কেন্দ্র করে কোন কোন পাড়ায় এক সপ্তাহ ধরে বয়স্ক নর নারীরা সামাজিক অনুষ্ঠান করতেও দেখা যায়।
আজ বুধবার ২৫ ডিসেম্বর রুমা উপজেলায় বিভিন্ন মন্ডলীর মতো রামদু পাড়া ব্যাপ্তিষ্ট মন্ডলীতে যীশু খ্রীষ্টের জম্মদিন বড়দিন উৎসব যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। উৎসবের অংশ হিসাবে সকাল ৮টা প্রার্থনা সভায় ৩৯ টি পরিবারের সকল বয়সের নর নারীদের অংশগ্রগনের র্গীজায় সমবেত হয়ে যীশু খ্রীষ্ট জম্ম গ্রহনকে স্মরণ করে বিশ্বাসীদের মাঝে আর্শীবাদ চেয়ে প্রার্থনা করা হয়।
রুমা উপজেলা গালেংগ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যোগেস ত্রিপুরা বলেন, আজ বড়দিন, খ্রীষ্ট ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই বড়দিনের মধ্যে দিয়ে বিশ্ব বাসীদের শান্তি ও মঙ্গল কামনা করছি। যাতে সকল ধর্মের মানুষ পারস্পারিক হিংসা, বিধেষ ভূলে সম্প্রীতি বন্ধনের আবদ্ধ হয়ে নীজ ধর্মের প্রতি স্বাধীন ভাবে পূজা ও আরাধনা করতে পারি, এই কামনা তিনি করেছেন।
Leave a Reply