রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৩ অপরাহ্ন
অংগ্য মারমা; খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার ৩নং যোগ্যাছোলা ও ফটিকছড়ি উপজেলার ভূঁজপুর ইউনিয়ন পরিষদ সীমানা বিরোধে কারণে ২০১৬ সালে ভোটের একদিন আগে নির্বাচন স্থগিত ঘোষনা করেছেন নির্বাচন কমিশন । পূর্ণরায় ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফশীল ঘোষণা।
মানিকছড়ি উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০১৬ সালে উপজেলার ৪টি ইউনিয়নে একযোগে নির্বাচনের তফশীল ঘোষণা হলেও সীমানা বিরোধ সংক্রান্ত জনৈক ব্যক্তির মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে প্রচারণার শেষ মূর্হুত্বে এসে উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। ফলে দীর্ঘ সময় পর মামলার নিস্পত্তি হওয়ায় গত ১০ জুন নির্বাচনী তফশীল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২৪ জুন প্রার্থীদের নমিনেশন দাখিলের শেষ দিন। ২৬ জুন বাছাই, ৩জুলাই প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৫ জুলাই নির্বাচন অনুষ্টিত হবে বলে জানা গেছে।
এদিকে দীর্ঘ দিন পর তফশীল ঘোষণার খবরে ভোটারদের মাঝে প্রাণচাঞ্চলতার পাশাপাশি সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে বসেছেন। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। আগামী ২ থেকে ৪ দিনের মধ্যে সম্ভাব্য প্রার্থী সর্ম্পকে ধারণা পাওয়া যাবে।
৩ নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ ঘোষনার পর সর্বপ্রথম নির্বাচনে চেয়াম্যান পদে নির্বাচিত হন জয়নাল আবেদীন। তিনি গত ২০০৮ সাল থেকে র্দীঘদিন সুনাম সহিত চেয়াম্যান দায়িত্ব পালন করে আসছেন ।
Leave a Reply