বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৯:২৩ পূর্বাহ্ন
ইমন,রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে রাঙ্গামাটির স্থানীয় বাজার মনিটরিং কার্যক্রম শুরু করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত ৪টি টিম এ মনিটরিংয়ের কাজে নিয়োজিত করা হয়েছে ।
আজ রাঙ্গামাটির বিভিন্ন বাজার মনিটরিং করেন জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ। বাজার মনিটরিং এ আরো উপস্থিত ছিলেন, জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম সহ জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট গন,বাজার কমিটির সভাপতি এবং সাংবাদিকরা এই সময় উপস্থিত ছিলেন।
আজ দুপুরবেলা ৩টায় মনিটরিং টিম বনরুপা , রিজার্ভ বাজার তবলছড়ি কাঁচাবাজারে গিয়ে মূল্য তালিকা টাঙানো, বাজারের সামনে অভিযোগ বক্স রাখা, পাইকারি বিক্রেতাদের দেওয়া রসিদ, খুচরা মূল্যে পার্থক্য ইত্যাদি বিষয়ে যাচাই করেন।
কার্যক্রমের প্রথম দিনে খুচরা বিক্রেতাদের মাত্রাতিরিক্ত লাভ, ওজনে কম দেওয়া, ভেজাল ও ফরমালিন বা কার্বাইডযুক্ত খাদ্যপণ্য বিক্রি না করতে সতর্ক করা হয়।
Leave a Reply