শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১১:২১ অপরাহ্ন
শেখ ইমতিয়াজ কামাল ইমন; রাঙ্গামাটি প্রতিনিধিঃ
মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় রাঙ্গামাটির ক্লাবগুলোকে সংগঠিত করে সমাজের ইতিবাচক পরিবর্তনে কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন শীর্ষক কর্মসূচির আওতায় জেলা ভিত্তিক কিশোর-কিশোরী বার্ষিক সম্মেলন আজ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ, রাঙামাটি জেলার নির্বাচিত জয়ীতা কনিকা বড়ুয়া, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাঙামাটি মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম এসময় বক্তব্য রাখেন।
সম্মেলনে রাঙামাটি জেলার ৪৮ টি উপজেলার কিশোর কিশোরীরা এসময় উপস্থিত ছিলেন।
সম্মেলনে কিশোর কিশোরীদের শপথ বাক্য পাঠ করানো হয়। পরে সম্মেলন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
Leave a Reply