মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ১২:৩৬ অপরাহ্ন
রাঙামাটি প্রতিনিধি,
রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নে কাইন্দা এলাকায় অভিযান চালিয়ে ম্যাগাজিনসহ দুটি একে ৪৭ রাইফেল, একটি অত্যাধুনিক অ্যাসাল্ট রাইফেল, দুটি পিস্তল, ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী।
বুধবার ভোররাতে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি সেনাবাহিনী।
রাঙামাটি সেনা রিজিয়ন সূত্র জানায়, পাহাড়ে আঞ্চলিক দলের একটি সশস্ত্র গ্রুপ নাশকতার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে অস্ত্র মজুদ করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে কাইন্দা এলাকায় অভিযানে গেলে অস্ত্রধারীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। সেখানে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র পাওয়া যায়।
রাঙামাটি কোতয়ালী থানার ওসি সত্যজিৎ বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অস্ত্রগুলো এখনো পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।
Leave a Reply