রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০১:০৭ অপরাহ্ন
শেখ ইমতিয়াজ কামাল ইমন, রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙামাটি ক্যান্টঃ পাবলিক স্কুল এন্ড কলেজের ভূমি হস্তান্তর করেন রাঙামাটির জেলা প্রশসক। আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানিকভাবে ভূমি হস্তান্তর করা হয়।
ভূমি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙামাটি ব্রিগেড কামান্ডার সৈয়দ রিয়াদ মেহমুদ, রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শফি কামাল, সককরি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রাঙামাটি ব্রিগেড কামান্ডার সৈয়দ রিয়াদ মেহমুদ জানান, ‘পাহাড়ের দুই জেলায় ক্যান্টঃ পাবলিক স্কুল এন্ড কলেজের কার্যক্রম চলমান কিন্তু রাঙামাটি অনেক শিক্ষার্থী ঐসব এলাকায় গিয়ে পড়ালেখা করছেন। তাদেরও অনেক অসুবিধা হচ্ছিল। রাঙামাটিতে শিক্ষা প্রতিষ্ঠানটি নির্মান কাজ শেষ হলে এই শিক্ষা প্রতিষ্ঠানটি পাহাড়ে শিক্ষা ব্যবস্থাকে আরোও এগিয়ে নিতে কাজ করবে।
রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, ভূমি জটিলতার কারনে আমরা এতদিন জমি হস্তান্তর করা সম্ভব হয়নি। আজকে জমি হস্তান্তর করতে পেরে আনন্দিত হয়েছি।
Leave a Reply