মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ১০:২৪ পূর্বাহ্ন
শেখ ইমতিয়াজ কামাল ইমন,রাঙ্গামাটিঃ
পার্বত্য চট্টগ্রামের ব্যাংকিং লেনদেনে মানি লন্ডারিং, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের অর্থের ব্যবহার হতে না পারে সেদিকে অত্রাঞ্চলের ব্যাংকগুলোকে সজাগ দৃষ্টি রাখতে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টালিজেন্স ইউনিট এর প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান।
মানি লন্ডারিং বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ইসলামী ব্যাংক রাঙামাটি শাখার আয়োজনে রাঙামাটিতে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ইসলামী ব্যাংকের চট্টগ্রাম হেড অব জোনাল মোঃ সালেহ ইকবাল এর সভাপতিত্বে উন্নয়ন বোর্ডের মাইনী হলে আয়োজিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ হুমায়ন কবির, ইসলামী ব্যাংকের ডেপুটি ডিরেক্টর আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, ডিজিএফআই রাঙামাটি ইউনিট এর অধিনায়ক কর্ণেল শামসুল আলম প্রমুখ এসময় বক্তব্য রাখেন।
Leave a Reply