বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৭:১৬ পূর্বাহ্ন
শেখ ইমতিয়াজ কামাল ইমন,রাঙ্গামাটি প্রতিনিধিঃ
“উত্তম আইনে সঠিক প্রয়াস, টেকসই উন্নয়নে মুক্ত সমাজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রাঙ্গামাটিতে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানটির উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ৩০শে সেপ্টেম্বর রবিবার সকাল ১০ ঘটিকার সময় রাঙ্গামাটি পৌর সভা প্রাজ্ঞনের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরে প্রধান সড়ক পদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , রাঙ্গামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ এবং সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি ।
এসময় বক্তারা বলেন, উত্তম আইনে সঠিক প্রয়াস, টেকসই উন্নয়নে মুক্ত সমাজ তথ্য জানার অধিকার সবার আছে। সাধারণ জনগনের জন্য এই তথ্য আইন। যারা তথ্য গোপন রাখবে তারা অপরাধী। তথ্য জানুন অন্যকে তথ্য জানার সুযোগ দিন।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলার অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট এস এম নজরুল ইসলাম,জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনেয়ারা বেগমসহ সরকারী বেসরকারী কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply