সোমবার, ২০ মার্চ ২০২৩, ১০:৫৪ অপরাহ্ন
শেখ ইমতিয়াজ কামাল,রাঙ্গামাটি প্রতিনিধিঃ
কমাতে হলে সম্পদের ক্ষতি ,বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসকের আয়োজন জেলা প্রসাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ অক্টোবর শনিবার সকালে দুর্যোগ দিবসটি অনুষ্ঠিত হয়। উক্ত দিবসে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ। রাঙ্গামাটি জেলা অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা শিক্ষা সারমিন আলম,সিভিল সার্জেন শহীদ তালুকদার,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহাজ্ঞীর আলম, জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান ,ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন সহ সরকারী বেসরকারি কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন চত্তর প্রাজ্ঞনে এসে শেষ হয় ।
পরে ফায়ার সার্ভিসে উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্তরে অগ্নি নির্বাপন মহড়া প্রদর্শন করা হয়।
Leave a Reply