বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৯:০০ অপরাহ্ন
রাঙ্গামাটি সংবাদদাতাঃ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে ঢুকে ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে (৪২) হত্যার দায়ে জেএসএস দলের ১০ কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৮ জন সহ মোট ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিহতের বড় ভাই বিনয় চাকমা। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খাঁন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত বুধবার রাতে নিহতের বড় ভাই বিনয় চাকমা বাদী হয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮ জনের নামে এ মামলা দায়ের করেন। আসামীরা হলেন, জেএসএস দলের সাবেক উপজেলা চেয়ারম্যান (১) বড় ঋষি চাকমা, (২) ত্রিদিপ চাকমা, (৩) প্রভাত কুমার চাকমা,(৪) শুভাশিষ চাকমা (তন্টুমনি),(৫)পলক চাকমা, (৬)মনিময় চাকমা, (৭)বরুন চাকমা, (৮)সুভাষ বসু চাকমা, (৯) দয়াসিন্দু চাকমা এবং (১০) সোহাগ চাকমার নাম উল্লেখ করা হয়েছে।
বাঘাইছড়ি উপজেলার এমএন লারমার নের্তৃত্বাধীন জেএসএস সংস্কার দলের সাধারণ সম্পাদক জেসি চাকমার স্বাক্ষরিত গণমাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, উপজেলা প্রশাসনের নাকের ডগায় হত্যার দায় কেউ এড়াতে পারবে না। সুতারাং,সন্তু লারমাসহ সাবেক এমপি ঊষাতন তালুকদার ও বড়ঋষি চাকমাকে দ্রুত আইনের আওয়তায় আনার জোর দাবি জানা হয়।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে বাঘাইছড়ি উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে প্রকল্প নিয়ে আলাপ চলাকালে আকস্মিক কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী সমর বিজয় চাকমার বুকে গুলি ঠেকিয়ে দুটি গুলি করে মৃত্যু নিশ্চিত করে ফাঁকা গুলি বর্ষণ করে মোটর সাইকেল করে পালিয়ে যান।
Leave a Reply