রাঙ্গামাটি সংবাদদাতাঃ
রাঙ্গামাটিতে ৪৩ জন করোনা রোগীর মধ্যে ১৭ জনই স্বাস্থ্যকর্মী রয়েছেন। রাঙ্গামাটি সদর হাসপাতাল থেকে ২ ডাক্তার, ৭ নার্স, ১ মেডিকেল টেকনোলজিস্ট, ২ অফিস সহায়ক, ১ স্টোর কিপার, ১ এম্বুলেন্সের ড্রাইভার, ১ আয়া, ১ ঝাড়ুদার ও শেভরন ডায়গনষ্টিক সেন্টারের ১ জন ডাক্তারসহ মোট ১৭ জনের রিপোর্টে পজেটিভ হয়। এ পর্যন্ত মোট করোনা রোগী পাওয়া গেছে ৪৩ জন।
রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, রাঙ্গামাটিতে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২ মাস ১২ দিনে ৭৮৬ টি নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইন্সষ্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) চট্টগ্রামের ফৌজদারহাট এবং চট্টগ্রাম ভেটেনারি ও এ্যানিমেল সায়েন্স (সিভাসু) করোনা পরিক্ষার জন্য পাঠানো হয়। তন্মধ্যে ৫৫১ জনের রিপোর্ট এসেছে। তার মধ্যে ৪৩ জনের করোনা শনাক্ত হয়।
রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল বলেন, রাঙ্গামাটি সদর হাসপাতালের ষ্টাফরা নিজের জীবন বাজি রেখে সবাইকে নিয়মিত স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন তাদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশী। এছাড়া রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সামাজিক দুরত্ব বজায় রাখতে না পারা ও আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হতে পারে।
তিনি আরো বলেন, ২০ মে বুধবার শহরের চম্পকনগরে আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইন্সষ্টিটিউট (আরপিটিআই) আইনোলেশন সেন্টারে ৪জন রোগী রাখা হয়েছে। আক্রান্তরা সবাই সুস্থ্য রয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের ৬ তারিখ রাঙ্গামাটিতে প্রথম ৪ জন করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পরপর এ পর্যন্ত মোট ৪৩ জন করোনা রোগী শনাক্ত হলো।
Leave a Reply