মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ০১:৩১ অপরাহ্ন
রাঙ্গামাটি প্রতিনিধিঃ
২৮ এপ্রিল,২০১৮
“উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় আজ রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়। এই উপলক্ষ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসন সম্মেলণ কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে রাঙ্গামাটি জেলার সকল আইনজীবি, সাংবাদিক, লিগ্যাল এইড, সনাক, ব্লাস্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। র্যালিটি রাঙ্গামাটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
আলোচনা সভায় রাঙ্গামাটি জেলা জজ মোহাম্মদ কাওসার এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, রাঙ্গামাটি ডিজিএফআই এর পরিচালক কর্ণেল সামসুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, রাঙ্গামাটি জেলা যুগ্ম জজ আজিজুল হক সহ বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থার কর্মকর্তাগণ।
Leave a Reply