বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৮:৫০ পূর্বাহ্ন
শেখ ইমতিয়াজ কামাল ইমন; রাঙ্গামাটিঃ
বাঙ্গালহালিয়া এলাকায় বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতার অংশ হিসেবে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের উন্নয়ন অর্থায়নে ১কোটি ৩০ লক্ষ টাকা ব্যয় তিনটি প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্ভোধন করেছেন পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
পরে এ উপলক্ষ্যে আয়োজিত জনসমাবেশে প্রতিমন্ত্রী বীর বাহাদুর সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখার জন্য সকল সম্প্রদায়ের মানুষকে নিজ নিজ ধর্ম চর্চার পাশাপাশি অপরধর্মের প্রতি সম্মান বজায় রাখার আহবান জানান। শনিবার বিকালে বৌদ্ধ ধর্মালম্বীদের জন্য চেরাং ঘর নির্মান ও বিহারের মেঝের টাইলস স্থাপন এবং কাপ্তাই রাজস্থলি সড়ক হতে বড়খোলা পাড়ার অভ্যন্তরীন সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
ভিত্তি প্রস্তর উদ্ভোধনী অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার,উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা,উপজেলা চেয়ারম্যান অংনুচিং মারমা উপস্থিত ছিলেন।
এর আগে পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং রাজস্থলি বড়খোলা পাড়ার কৃষক সমবায় সমিতিকে ১টি পাওয়ার টিলার প্রদান করেন ।
Leave a Reply