শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:০০ অপরাহ্ন
শেখ ইমতিয়াজ কামাল ইমন;রাঙ্গামাটি প্রতিনিধিঃ
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন কাবিটা-টিআর কর্মসূচীর ১ম পর্যায়ের আওতায় রাঙ্গামাটি সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপকার ভোগীদের মাঝে সোলার প্যানেল বিতরন করেন রাঙ্গামাটি মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।
গ্রামীন পর্যায়ে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে ১ম পর্যায়ে কর্মসূচীর আওতায় রাঙ্গামাটি সদর উপজেলার ১১টি বিভিন্ন প্রতিষ্ঠান ও ৫১জন ব্যক্তিদের মাঝে সোলার প্যানেল বিতরণ হয়।
এ সময় রাঙ্গামাটি সদর সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম, রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, পৌর প্যানেল মেয়র মোহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনি আক্তার বক্তব্য রাখেন।
Leave a Reply