শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৯ পূর্বাহ্ন
শেখ ইমতিয়াজ কামাল ইমন,রাঙ্গামাটিঃ
আজ রাঙ্গামাটি জেলা প্রশাসকের উদ্দ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষ্যে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামালের সভাপতিত্ব, আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বিটিসিএলের প্রকৌশলী মোঃ অহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সারমিন আলম, সিভিল সার্জেন শহীদ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহাজ্ঞীর আলম ।
সভায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণে তথ্য ও টেলিযোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী অধ্যায়ের সূচনার মধ্যে। বাংলাদেশে বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৫ কোটি এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আট কোটির বেশি।
দেশে বেতার যন্ত্র, টেলিভিশন, স্যাটেলাইট, মোবাইল ফোন, ইন্টারনেট, অনলাইন সেবা, বিমান কিংবা জাহাজে ভ্রমণ সর্বত্রই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদান সম্ভব হচ্ছে। এ প্রযুক্তির বদৌলতে মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে দেশের জনগণ তাদের মৌলিক নাগরিক সেবাগুলো এখন ঘরে বসেই পাচ্ছে। তথ্য ও টেলিযোগাযোগ প্রযুক্তির ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার ফলে উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও প্রভূত ক্ষেত্রে সার্বিক উন্নতি সাধিত হয়েছে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলে জানান বক্ত্যারা
এর আগে রাঙ্গামাটি পৌর সভার সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসকের নেত্রীত্বে র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
Leave a Reply