বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৯:৩৭ পূর্বাহ্ন
শেখ ইমতিয়াজ কামাল,রাঙ্গামাটি প্রতিনিধিঃ
“তামাক করে হৃদপিন্ডের ক্ষয়, স্বাস্থ্যকে ভালবাসি তামাককে নয়” এই প্রতিপাদ্য নিয়ে আজ রাঙ্গামাটিতে তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্দ্যেগে সিভিল সার্জেন সম্মেলন কক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জেন ডাঃ শহীদ তালুকদারের সভাপতিত্রে আলোচনা সভা আরো উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জেন ডাঃ নিহার রজ্ঞন , ইউএইছএফপিও লংগদু ডাঃ হারুনুর রহমান, ইউএইছএফপিও বিলাইছড়ি ডাঃ মাসুদ আহমদ চৌধুরীসহ স্বাস্থ্যবিভাগের সকল কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের দরকার একটি সুস্থ-সবল জনগোষ্ঠী। এ লক্ষ্যে দেশব্যাপী তামাকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে।
সভাপতির বক্তব্যে বলে, সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাংলাদেশকে তামাকমুক্ত করে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হব। ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ ও সংশোধন) আইন ২০১৩’ প্রণয়ন করা হয়েছে। এজন্য সরকার, বেসরকারি সংগঠনসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
এর আগে স্বাস্থ্য বিভাগের উদ্দ্যেগে র্যালী বের করা হয় । র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা সিভিল সার্জেন সম্মেলন কক্ষে এসে শেষ হয়।
Leave a Reply