শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০১:৩০ অপরাহ্ন
শেখ ইমতিয়াজ কামাল ইমন ;রাঙ্গামাটি প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও বিশ্ব স্বাস্থ্য দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জেন সম্মেলন কক্ষে বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
রাঙ্গামাটি জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জেন ডাঃ নীহার রঞ্জন নন্দীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রনজিত রায় ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিনোধ শেখর চাকমা, মেডিকেল অফিসার ডাঃ শওকত আকবর সহ জেলা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাগন এসময় উপস্থিত ছিলেন।
এর আগে সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা এই প্রতিপাদ্যে প্রেস ক্লাব এর সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয় ।র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সিভিল সার্জেন কার্যালয়ে এসে শেষ হয় ।
Leave a Reply