বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৯:১৯ পূর্বাহ্ন
রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙামাটি শহরের রিজার্ভবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় শতাধিক বসতি পুঁড়ে ছাই হয়ে গেছে।এর মধ্যে কয়েকটি সেমিপাকা এবং বেশির ভাগ কাচাঁ ঘর রয়েছে রোববার (১৩জানুয়ারী)সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনগণরা মিলে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে– রিজার্ভবাজার এলাকার নেজাম কোম্পানীর টিলায় বৈদ্যুতিক সট সার্কিট থেকে বসতিতে আগুনের সূত্রপাত ঘটে। এরপর আগুন আশপাশের চারদিকে ছড়িয়ে পড়ালে প্রায়স্থানীয় শতাধিক বসতি পুড়েঁ ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন এবং স্থানীয়রা মিলে আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়–ক্ষতিহয়েছে বলে স্থানীয়রা জানান।
রাঙামাটি ফায়ার সার্ভিস’র উপপরিচালক দিদারুল আলম জানান– রাঙামাটি ফায়ার সার্ভিস, কাপ্তাই ফায়ার সার্ভিস, চট্টগ্রামের হাটহাজারী ফায়ার সার্ভিস টিমের সদস্য, স্থানীয় প্রশাসন এবং স্থানীয়জনগণরা মিলে প্রায় আড়াই ঘন্টার মতো চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানিয়েছেন।
বিকালে রাঙামাটি জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের নগদ দুই হাজার টাকা,২৫ কেজি চাউল,২টি কম্বল ও শুকনো খাবার বিতরন করা হয়।
এসময় রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ , উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তার , সাবেক পৌর কাউন্সিলর বানু মেম্বার, রাঙামাটি সাবেক জেলা পরিষদ সদস্য মহসিন রানা এসময় উপস্থিত ছিলেন ।
ReplyReply allForward
|
Leave a Reply