বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ন
শেখ ইমতিয়াজ কামাল ইমন,রাঙ্গামাটি :
আজ রাঙ্গামাটির শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের টিফিনের টাকায় স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ পরিচালিত। তাদের আয়োজন মাদক, ইভটিজিং, বাল্য বিবাহকে লাল কার্ড ও দেশপ্রেম, মানবতাকে সবুজ কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। তারই সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্টানে উপস্থিত ছিলেন, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি শাখাওয়াৎ হোসেন রুবেল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান।
বিদ্যালয়ের প্রায় ১হাজার শিক্ষার্থীকে নিয়মিত পড়াশুনা করে নিজকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে, মাদক, ইভটিজিং থেকে দূরে থাকতে, ছেলেদের ২১ বছর ও মেয়েদের ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে এবং সবসময় সত্য কথা বলতে শপথ করান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, গত ৮ই মার্চ ৬ মাসের সফরে পঞ্চগড় তেঁতুলিয়া থেকে কক্সবাজার টেকনাফ পর্যন্ত টিফিনের জমানো টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষে ভ্রাম্যমান জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করছি। রাঙ্গামাটি ছিলো তার ৬২ তম জেলা। রবিবার বান্দরবান কার্যক্রম পরিচালনা করে ৮সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমটি সমাপ্তি করা হবে।
রাঙ্গামাটি
Leave a Reply