শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০১:২৫ অপরাহ্ন
শখে ইমতয়িাজ কামাল,রাঙ্গামাটি প্রতিনিধি:
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা এবং ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে রাঙ্গামাটিতে বিভিন্ন বৌদ্ধ বিহারগুলোতে পবিত্র আষাঢ়ী পূর্ণিমা পালন করা হয়েছে।
আজ শুক্রবার সকালে পবিত্র আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে রাঙ্গামাটি রাজবন বিহারে অনুষ্ঠিত হয় বিশেষ ধর্মীয় দেশণা অনুষ্ঠান ও ধর্মসভা দিয়ে। রাঙ্গামাটি রাজবন বিহার প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবিরসহ রাজবন বিহারে বভিন্নি শাখার বৌদ্ধ ধর্মীয় গুরুগণ দেশনা প্রদান করনে।
পরে অনুষ্ঠিত ধর্মীয় সভায় রাজবন বিহারে উপাসক- উপাসিকাবৃন্দ, পরিষদে সভাপতি গৌতম দেওয়ান, রাঙ্গামাটি জেলা পরিষদে চেয়ারম্যান বৃষকেতু চাকমা এসময় বক্তব্য রাখনে।
পবিত্র আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষ্যে রাজবন বিহারের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল ভিক্ষুদের প্রাতঃরাশ প্রদাণ, মঙ্গল সূত্র পাঠ, বুদ্ধমুর্তি দান, বনভান্তে স্মরণে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্বার্ঘ অর্পন এবং হাজার প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র আষাঢ়ী পূর্ণিমায় বৌদ্ধ ভিক্ষুগণ তিনমাসব্যাপী বর্ষাবাস পালন করবে। এর পর শুরু হবে কঠিন চীবর দানানুষ্ঠান।
Leave a Reply