বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০১:৪৮ পূর্বাহ্ন
রাঙ্গামাটি প্রতিবেদকঃ
রাঙ্গামাটির বেসরকারী উন্নয়ন সংস্থা টংগ্যা আয়োজনে ও প্রকল্প ব্যাবস্থাপনা কার্যালয়, পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্প-২য় পর্যায় এর অর্থায়নে রাইখালী জিসি ফেরিঘাট হইতে রাজস্থলী ভায়া মিতিংগাছড়ি রাস্তা এবং মারিশ্যা বাজার (উপজেলা সদর) মাইনীমুখ বাজার হইতে বাবু পাড়া, বটতলী ও দক্ষিণ সারোয়াতলী রাস্তা উপ-প্রকল্পের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অতিরিক্ত ক্ষতিপূরনের চেক বিতরণ অনুষ্ঠান বুধবার (৩০মে) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অতিরিক্ত ক্ষতিপূরনের চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে রাঙ্গামাটির বেসরকারী উন্নয়ন সংস্থা টংগ্যা’র প্রজেক্ট ম্যানেজার রিতেষ চাকমা, মনিটরিং অফিসার পলাশ খীসা, টংগ্যা’র ডিএফএফ কনশ চাকমা’সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় রাইখালীর ২জন, মারিশ্যা বাজারের ৯জন ও রাইখালী নারানগিরি মুখ এর ৭জন ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে মোট ২৫ লক্ষ ৩০হাজার ৬৯৫ টাকা অতিরিক্ত ক্ষতিপূরনের চেক বিতরণ করেন অতিথিরা।
Leave a Reply