শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
শেখ ইমতিয়াজ কামামাটি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
আজ ১২ জানুয়ারি শনিবার ইউনিসেফের সহযোগিতায় রাঙ্গামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্প পঞ্চম পর্যায় এর আওতায় তিন দিনব্যাপী টিভি সংবাদকর্মীদের শীর্ষ কর্মশালা শুরু হয়েছে।
উক্ত কর্মশালার উদ্বোধন করেন, শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক জনাব মোঃ আজহারুল হক।
সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। সরকারী প্রকল্প পরিচালক , কর্মশালা উপদেষ্টা এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক প্রশিক্ষণ প্রকৌশল মোঃ নজরুল ইসলাম,কর্মশালা পরিচালক এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক প্রশাসন উন্নয়ন মোঃ মঞ্জুরুল আলম এসময় উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় রাঙ্গামাটিতে কর্মরত ৩০ জন টিভি সংবাদকর্মী তিন দিনব্যাপী কর্মশালায় অংশ নিচ্ছে।
Leave a Reply