রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৯ অপরাহ্ন
লিটন শীল; রাঙ্গামাটিঃ
আজ থেকে রাঙ্গামাটিতে শুরু হয়েছে ৪ দিনের আয়কর মেলা। রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি মিলনায়তনে ৪ দিনের এই মেলার উদ্বোধন করেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
এ সময় কর অঞ্চল- ৩ চট্টগ্রামের কর কমিশনার মোঃ মাহবুবুর রহমান, রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি বেলায়েত হোসেন বেলাল’সহ রাঙ্গামাটির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, পাহাড়ের অবৈধ অস্ত্রধারীদের কারনে ব্যাবসায়ীরা সুস্থ ও সঠিকভাবে ব্যবসা করতে পারছেনা। ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা করতে পারলে ট্যাক্সের পরিমান আরো বাড়তো। তিনি পাহাড়ের অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান।
পরে ফেস্টুন ও শান্তির পায়রা উড়িয়ে ৪ দিনের আয়কর মেলার উদ্বোধন করেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
Leave a Reply