মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১০:১৪ পূর্বাহ্ন
রাঙ্গামাটি সংবাদদাতাঃ
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় পাগলী পাড়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সন্তু লারমা নেতৃত্বাধীন দলের নেতা পদ্মকুমার চাকমা (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ দলের সন্ত্রাসীরা।
সোমবার (৮জুন ) সকালে কাপ্তাই উপজেলার পাগলী পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সোমবার সকালে উপজেলার পাগলী পাড়া নামক এলাকার সড়কের পাশে পিসিজেএসএস’র নেতা পদ্মকুমার চাকমার গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হবে।#
Leave a Reply