শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৩:১৭ অপরাহ্ন
শেখ ইমতিয়াজ কামাল ইমন,রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির প্রয়াত প্রবীণ সাংবাদিক আহমদ নবীর রূহের মাগফেরাত কামনা ও অসুস্থ রাঙ্গামাটির সিনিয়র সাংবাদিক এবং বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তফা কামালের আরোগ্য কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে কাঠালতলীস্থ কার্যালয়ে অনুষ্টিত দোয়া মাহফিল ও শোকসভায় সভাপতিত্ব করে রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সোলায়মান। এ সময় পার্বত্য চট্টগ্রামের প্রবীন সাংবাদিক দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হক,সিনিয়র সাংবাদিক রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ রাঙ্গামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা প্রয়াত প্রবীণ সাংবাদিক আহমদ নবীর কর্ম জীবনের স্মৃতি চারণ করে সাংবাদিকতায় তার অবদানের কথা তুলে ধরেন। এ ছাড়া অসুস্থ রাঙ্গামাটির সিনিয়র সাংবাদিক এবং বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক মোস্তফা কামাল এর চিকিৎসা সহয়তায় সকলকে এগিয়ে আাসার আহবান জানান।
পরে প্রয়াত প্রবীণ আহমদ নবীর রূহের মাগফেরাত কামনায় ও সিনিয়র সাংবাদিক মোস্তফা কামালের আরোগ্য কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।
Leave a Reply