রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪১ অপরাহ্ন
শেখ ইমতিয়াজ কামাল ইমন, রাঙ্গামাটিঃ
নানা আয়োজনে রাঙ্গামাটিতে আজ ১৭ ডিসেম্বর পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস। রাঙ্গামাটি শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সামনে শহীদ এম এ আলী স্মৃতি স্তম্ব চত্বরে সকালে সামাজিক সংগঠন জীবনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সুচনা করা হয়।
তৎকালীন শেখ ফজলুল হক মনি-র নেতৃত্বাধীন বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ) এর বীর মুক্তিযোদ্ধা লেঃ কর্ণেল (অবঃ) মনিষ দেওয়ান জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সুচনা করেন। এসময় ৭১ সালে রাঙ্গামাটিতে যুদ্ধে অংশ নেয়া মুক্তিযোদ্ধাসহ রাঙ্গামাটি মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধারা এবং জীবনের সাধারন সম্পাদক সাজিদ বিন জাহেদসহ জীবনের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। পরে চেম্বার অব কমার্সের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি মুক্ত দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধ চলাকালীন শেখ ফজলুল হক মনি-র নেতৃত্বাধীন বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএল এফ) ও মেজর জেনারেল সুজন সিং উবান এর নেতৃত্বাধীন ভারতীয় স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স (এস এফ এল) এর সদস্যদের উপস্থিতিতে হাজারো জনতার উল্লাস মুখর পরিবেশে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
১৬ ডিসেম্বর আত্মসর্মপনের দিনে পাক হানাদার বাহিনী সরে গেলেও তাদের মিত্র বাহিনী হিসেবে লুসাই ও মিজো সৈন্যরা রাঙ্গামাটিতে অবস্থান নেয়। পাক হানাদার বাহিনীর সহযোগী উপজাতি মিজো বাহিনীর কিছু সৈন্য থেকে যাওয়ায় রাঙ্গামাটি মুক্ত হতে ১দিন সময় নেয়। মুক্তিযোদ্ধারা মিজোদের হটিয়ে একদিন পর ১৭ ডিসেম্বর রাঙ্গামাটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন তৎকালীন শেখ ফজলুল হক মনি-র নেতৃত্বাধীন বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ) এর দুই বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ পেয়ারা ও লেঃ কর্ণেল (অবঃ) মনিষ দেওয়ান। এর একদিন পর ১৮ ডিসেম্বর মিত্র বাহিনীর পূর্বাঞ্চল কমান্ডের অধিনায়ক জেনারেল সুজন সিং ওভান ও শেখ ফজলুল হক মনি ভারতীয় হেলিকপ্টার যোগে রাঙ্গামাটির পুরাতন কোর্ট বিল্ডিং মাঠ বর্তমান শহীদ শুক্কুর ষ্টেডিয়ামে অবতরণ করেন এবং আনুষ্ঠানিকভাবে স্বাধিন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।
Leave a Reply