রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ অপরাহ্ন
শেখ ইমতিয়াজ কামাল ইমন;রাঙ্গামাটিঃ
পার্বত্য চট্রগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক নেতৃত্বে হেডম্যান ও কারবারীদের বার্ষিক সম্মেলন ও মতবিনিময় সভা আজ রাঙ্গামাটি ক্ষুদ্র-নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে রাঙ্গামাটি জেলা প্রশাসন ।
রাঙ্গামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার গোলাম ফারুক। এছাড়াও পুলিশ সুপার আলমগীর কবির, জোন কমান্ডার কর্নেল রেদওয়ানুল ইসলাম, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি হেডম্যান এসোসিয়েশনের সভাপতি চিং কিউ রোয়াজা,সহ-সভাপতি অংচিং প্রু চৌধুরী সাধারণ সম্পাদক কেড়ল ময় চাকমা প্রমূখ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সম্মেলনে বক্তারা বলেন, পার্বত্য চট্রগ্রামে সামাজিক ও স্থানীয় প্রেক্ষাপটে হেডম্যান ও কারবারীদের গুরুত্ব অপরিসীম। হেডম্যান ও কারবারীরা নিরপেক্ষতার সাথে পার্বত্য চট্রগ্রামের প্রতিটি সম্প্রদায়ের জনগণের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
জেলা প্রশাসকের আয়োজিত সম্মেলনে পার্বত্য চট্রগ্রামের ১০ টি উপজেলার ৫০ইউনিয়নের সকল মৌজার হেডম্যান ও কারবারীরা অংশগ্রহণ করে।
Leave a Reply